মুবাশ্বির মজুমদারের প্রথম একক চিত্রপ্রদর্শনী চলছে
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
আটপৌরে বাসনা (INFORMAL DESIRE) শিরোনামে শিল্পী মুবাশ্বির মজুমদারের প্রথম একক চিত্র প্রদর্শনী চলছে লালমাটিয়ার ডি ব্লকের কলা কেন্দ্রে। ১০ মার্চ এ প্রদর্শনীর উদ্বোধন করেন খ্যাতিসম্পন্ন শিল্পী মনিরুল ইসলাম ও ঢাকা চারুকলা অনুষদের ও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর শিল্পী মোস্তাফিজুল হক। প্রদর্শনী সঞ্চালন করেন শিল্পী ওয়াকিলুর রহমান। ২৮ মার্চ ২০২৩ পর্যন্ত প্রদর্শনী চলবে। গ্যালারি খোলা থাকবে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মুবাশ্বির মজুমদার ১৯৭৮ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সংস্কৃতে স্নাতক শেষ করে গড়ে তুলেন নিজস্ব প্রতিষ্ঠান ‘ক্যানভাস বাংলাদেশ’। ছোটবেলা থেকেই তিনি স্বাধীনচেতা, নিশ্চুপ নিজের মতো করে ছবি আঁকেন। ফলে একটা নিজস্ব জগৎ ও অবয়ব সৃষ্টি হয় তার শিল্প চর্চায়। এক সময় তিনি বাংলা বর্ণের ব্যবহারকে ভিন্নভাবে দেখা শুরু করেন, যা তার মানুষিক অবস্থার বহি প্রকাশ ও জৈব রূপ এবং শিশুতোষ রেখায় রূপ লাভ করে। এভাবে গত দুই দশকেরও বেশি সময় ধরে তিনি শিল্প জগতে নিমজ্জিত হয়ে আছেন। সিমেন্ট, কাদামাটি, প্রাকৃতিক রঙ, গাম, ছাপাই কালী ইত্যাদি উপকরণ তিনি ব্যবহার করেন তার শিল্পকর্মে। তার শিল্পকর্মে রং, রেখা, গঠনে এক নিজস্ব মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ আছে। এ ছাড়া তার কাজে একধরণের মনস্তাত্ত্বিক হস্তলিপির অবয়ব কে খুঁজে পাওয়া যায়। তার ধূসুর রং, পোড়া আম্বর ও কালো রঙের বিষণ্নতায় আত্মদর্শনের অনুভূতিকে জাগিয়ে তোলে।