ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

লা রিভে স্টাইলিশ ঈদ কালেকশন

লা রিভে স্টাইলিশ ঈদ কালেকশন

ঈদ উদযাপনের আনন্দ বাড়িয়ে দিতে লা রিভ লঞ্চ করেছে ঈদ কালেকশন। নারী, পুরুষ, শিশু, মা-মেয়ে, বাবা-ছেলে, টিন-এজারদের কালেকশনের পাশাপাশি ব্র্যান্ড এক্সক্লুসিভ নার্গিসাসের কালেকশন এরইমধ্যে বর্নিল হয়ে উঠেছে মৌসুমের সবচেয়ে ট্রেন্ডি ও নজরকাড়া সব ডিজাইন ও স্টাইলে। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, প্রতিটি ফ্যাশন সিজনে আমরা নতুন নতুন থিম নিয়ে কাজ করি। এই ঈদের কালেকশন থিমের নাম রিলিজ। একটি দীর্ঘ অতিমারি শেষে আমরা মন খুলে উৎসব করতে পারছি। উৎকণ্ঠা সরিয়ে আমাদের মনে স্বস্তি বা ইনার পিস ফিরে এসেছে। এ ইতিবাচকতা, প্রশান্তি, আর উৎসব ফিরে পাওয়ার খুশি প্রকাশ করে যেসব রঙ, তা-ই এ কালেকশনের কালার প্যালেটের জন্য বাছাই করা হয়েছে। উজ্জল কমলা বা জুসি অরেঞ্জকে কোর কালার ধরে অন্যন্য শেডগুলো বাছাই করেছি আমরা। উজ্জল সবুজ, আকাশি ও গাড় নীল, লাল, বাদামি, কমলা, হলুদ, কালো, মেরুন, অলিভ গ্রিন, পার্পল, টিল, অনিয়ন ও ব্লাশ পিংক ও প্যাস্টেল শেড দেখা যাবে এবার। কাপড়ের ক্ষেত্রেও ঈদের খুশির আমেজকে প্রাধান্য দিয়েছে লা রিভ। সিল্ক, হাফসিল্ক, মসলিন, অরগাঞ্জা, ক্রেপ, সাটিন, জ্যাকার্ড, মার্সেরাইজড কটন, ভিসকোস ও ইন্ডি ও প্রিমিয়াম কোয়ালিটি কটন দিয়ে বোনা হয়েছে ঈদ কালেকশন। আন্তর্জাতিক ফ্যাশন ও ঈদের সব ট্রেন্ডি প্রিন্টস্টোরি দিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ কালেকশন। লা রিভের এক্সক্লুসিভ কালেকশন নার্গিসাসে অভিজাত ও মন-মুগ্ধকর সব ডিজাইন যোগ হয়েছে ঈদ উপলক্ষ্যে। এবারের নার্গিসাস কালেকশনের মূল ফিচার শিয়ার লেয়ারিং। আমাদের ঐতিহ্যবাহী মসলিনের মতো স্বচ্ছ কাপড়ে নিখুঁত হাতের কাজ নার্গিসাসের পোশাকগুলোতে ভিন্ন মাত্রার ফ্যাশন দ্যোতনা যোগ করেছে।

লা রিভ হোমডেকোর ও অ্যাক্সেসরিজ বিভাগে ঈদ উপলক্ষ্যে আকর্ষণীয় ডিজাইনের পণ্যসামগ্রী যোগ করা হয়েছে। ঈদ ও নার্গিসাস কালেকশনের সব স্টাইল পৌঁছে গেছে খুলনা, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ ঢাকার প্রতিটি স্টোর ও অনলাইনে (www.lerevecraye.com)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত