ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রঙ বাংলাদেশের ঈদ আয়োজন

রঙ বাংলাদেশের ঈদ আয়োজন

ঈদ উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করেছে রঙ বাংলাদেশ। পাখির রং থিমে তৈরি হয়েছে এবারের সব সংগ্রহের নকশা উপাদান। রঙধনুর প্রতিটি রংই আছে পাখিদের শরীরে। এসব রঙে প্রাণিত হয়েছেন রঙ বাংলাদেশের ডিজাইনাররা। তাই কাপড় ক্যানভাস হয়ে উঠেছে বর্ণময়। মোটিফ হয়েছে দৃষ্টিনন্দন। পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও। এবারের ঈদ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। ডিজাইনে বিভিন্ন ধরনের কটন, সøাব কটন, লিনেন, হাফসিল্ক, জর্জেট, নেট, টিস্যু, সিকুয়েন্স, সাটিন, কাইজার কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে সাদাকালো, মেজেন্টা, ব্লু, ফিরোজা, লাইট ব্রাউন, পার্পল, পেস্ট, কফি, অলিভ, মাস্টার্ড, মভ বা ফিকে লাল আর সহকারি রং হিসেবে আছে সি-গ্রিন, ব্রাউন, হলুদ, কমলা ও মেরুন। কেবল বড়দের নয়, ঈদে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে বাচ্চাদের আকর্ষণীয় পোশাক। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। সুতরাং এবার বাবা-মা, মা-মেয়ে, বাবা- ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদযাপন করতে পারবে এবারের ঈদ উৎসব। আপনজনকে উপহার দিতে রয়েছে ১৫ শতাংশ ছাড়ে ঈদ গিফট ভাউচার। রয়েছে অনলাইন অর্ডারে সবার জন্য ঈদ অফার। ইফতার থেকে সাহরি পর্যন্ত নির্দিষ্ট পণ্যে ২০ শতাংশ মূল্যছাড়। আরও আছে ১২টা বাজে অফার। প্রতিদিন দুপুর ২টা থেকে ১টার মধ্যে অনলাইন অর্ডারে ২ জন ভাগ্যবান ক্রেতা পাবেন নিশ্চিত ৫০ শতাংশ মূল্যছাড় মোট অর্ডার মূল্যের ওপর। ই-কমার্স সাইট : www.rang-bd.com

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত