নবম-দশম শ্রেণির শিক্ষাকে বলা হয় উচ্চশিক্ষার ভিত্তি। সেই ভিত্তিকে দৃঢ় করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ‘পদার্থবিজ্ঞানভিত্তিক’ মডেলের ব্যতিক্রমী প্রদর্শনী। স্থানীয় সমাজসেবী সংগঠন ট্যালেন্ট হান্ট বিডি ও মডেলগুলোর প্রণেতা ইজি ইনডাকশন ল্যাবের সহযোগিতায় ১২ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামছুল ইসলামের সভাপতিত্বে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছায়ফুল ইসলাম জোয়ারদার। বক্তব্যে ছায়দুল ইসলাম জোয়ারদার বলেন, তৃণমূল পর্যায়ে পদার্থ বিজ্ঞান মেলার কথা ভাবাই যায় না। সেই জায়গায় একটা পদার্থ বিজ্ঞান মডিউল প্রদর্শনী করা নিঃসন্দেহে প্রশংসনীয়। নবম-দশম শ্রেণির ছাত্রছাত্রীরা যেভাবে অধ্যায়ভিত্তিক উপস্থাপনা করেছেন সেটি আমাদের নতুন করে স্বপ্ন দেখায়। বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ পর্যায়ে ব্যবহারিক পাঠদানের সুযোগ থাকলেও স্কুল পর্যায়ে সেটি এখনও কম। এরকম আয়োজনের মাধ্যমে সুযোগ চলে এসেছে। তিনি এ আয়োজনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান ইজি ইনডাকশন ল্যাবের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদুল ইসলাম সরকারকে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি আযিযুল হক কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, সরকারি শাহ সুলতান কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সেলিমুজ্জামান, দাড়িদহ আমিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলমগীর হোসেন, সভাপতি হারুনুর রশিদ, দাড়িদহ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, ব্রাইট মাল্টিমিডিয়ার পরিচালক আব্দুস সালাম, ময়দানহাট্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবু আলম মানিক প্রমুখ। দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপনীতে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম শম্পা। মেলায় ৯টি স্টলে নবম-দশম শ্রেণির ১৮টি বিষয় ব্যবহারিকের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। পদার্থ বিজ্ঞান মেলায় দাড়িদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, দাড়িদহ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়, দাড়িদহ আমিনিয়া সিনিয়ার মাদ্রাসা ও ব্রাইট মাল্টিমিডিয়া স্কুল অংশগ্রহণ করে।