ক্রেতা ও স্থানীয় নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ১৪ মার্চ নারায়ণগঞ্জের আলমাস পয়েন্টে উদ্বোধন হয়ে গেল ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভের নতুন স্টোর। নারায়ণগঞ্জের অন্যতম জনগুরুত্বপূর্ণ কেন্দ্র রেইল গেট ২-এ অবস্থিত আলমাস পয়েন্টের চতুর্থ তলায় স্টোরটি উদ্বোধন করা হয়। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, এ বছর লা রিভ মৌসুমের সবচেয়ে বড় ঈদ কালেকশন নিয়ে এসেছে। রিলিজ শিরোনামের এ কালেকশনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ঈদ ক্যাজুয়াল, এথনিক ও এক্সক্লুসিভ কালেকশন নার্গিসাস। নারায়ণগঞ্জ স্টোরটি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ আউটলেট। আমি আশা করি, নতুন স্টোরটির সুবিস্তৃত পরিসর, সময়-উপযোগি ইন্টেরিয়র এবং ডিসপ্লে ঈদ কালেকশনের সৌন্দর্য ও বিশালতা পুরোপুরি তুলে ধরতে সক্ষম হবে এবং প্রিয় গ্রাহকদের ঈদণ্ডশপিং আরও আনন্দদায়ক করে তুলবে। আমি নারায়ণগঞ্জের সব গ্রাহককে এ স্টোরে এসে লা রিভের ইউনিক কালেকশনগুলো উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। নতুনরূপে যাত্রার আনন্দ উদযাপন করতে উদ্বোধনের দিনে সব কেনাকাটায় ১০ শতাংশ ছাড় ঘোষণা করে লা রিভ। এ গ্র্যান্ড স্টোরে পাওয়া যাবে লা রিভের নতুন ঈদ কালেকশনসহ এক্সক্লুসিভ লেবেল নার্গিসাস, হোম ডেকোর ও লাইফ-স্টাইল অ্যাক্সেসরিজের নজরকাড়া সমাহার।