ঘরের আভিজাত্য ফুটিয়ে তুলতে দৃষ্টি নন্দন পর্দা-সোফা কভারের বিকল্প নেই। আর আসছে ঈদ উপলক্ষ্যে অনেকেই নতুন পর্দার কাপড় বা সোফার কভারে পরিবর্তন আনতে চান। সে জন্য পুরান ঢাকার ইসলামপুর চায়না মার্কেটের বেজমেন্টে অবস্থিত পর্দা, সোফা, গাড়ির সিট ও কুশন কভারের প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স ঈদ উপলক্ষে বিশেষ অফার ঘোষণা করেছে। এ অফারে পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতারাও সাশ্রয়ী দামে পর্দা, সোফার জন্য কাপড় কিনে পছন্দ মতো তৈরি করার জন্য অর্ডার দিতে পারবেন ঈদের ৪ দিন আগ পর্যন্ত। এ ক্ষেত্রে পাইকার ও খুচরা ক্রেতাদের জন্য থাকছে বিশেষ সুযোগ। ৫০ হাজার টাকার পণ্য কিনলেই প্যাকিং/গাইড চার্জ ফ্রি। এখানে রয়েছে দেশি-বিদেশি সব ধরনের কাপড়ের সমাহার। এ ছাড়া রুচিসম্মত পর্দা ও সোফার কভার তৈরি করতে বেশ কয়েক দিন সময়ের প্রয়োজন হয়। তাই যে কোনো উৎসব ও বা অনুষ্ঠানের আগেভাগেই ঘরের সৌন্দর্যের জন্য প্রস্তুতি নিতে হয়। এ ছাড়া এ. হাকিম ট্রেডার্সে মানসম্পন্ন দেশি কাপড় দিয়ে রেডি পর্দাও পাওয়া যাবে। এ. হাকিম ট্রেডার্স। ৫-৬, চায়না মার্কেট (বেজমেন্ট), নবাববাড়ী, ইসলামপুর, ঢাকা।