ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কারাইকাল বন্দরের অধিগ্রহণ সম্পন্ন করেছে আদানি পোর্টস

কারাইকাল বন্দরের অধিগ্রহণ সম্পন্ন করেছে আদানি পোর্টস

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন (এপিএসইজেড) ঘোষণা করেছে যে তারা কারাইকাল বন্দরের অধিগ্রহণ সম্পন্ন করেছে। এপিএসইজেড বিলিয়নিয়ার গৌতম আদানির বহুজাতিক সংস্থার একটি পোর্ট ইউনিট। কারাইকাল বন্দর ভারতের পূর্ব উপকূলের সব আবহাওয়ায় ব্যবহারযোগ্য একটি গভীর জলের বন্দর। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি) গ্রুপটির পরিকল্পনা প্রস্তাবনা অনুমোদনের পর এবার কারাইকাল অধিগ্রহণের ঘোষণা আসল। এ পরিকল্পনার আওতায় আদানি আর্থিক ঋণদাতাদের ১,৪৮৫ কোটি রুপি (১৮১ মিলিয়ন মার্কিন ডলার) প্রদান করবে। আদানি পোর্টসের সিইও করণ আদানির বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, গ্রাহকদের লজিস্টিকস খরচ কমাতে আদানি পোর্টস অবকাঠামো উন্নয়নে আরও ৮৫০ কোটি রুপি ব্যয় করবে। তিনি আরো বলেন, আমরা আগামী পাঁচ বছরের মধ্যে বন্দরের সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করছি এবং এটিকে একটি বহুমুখী বন্দরে পরিণত করার জন্য আমরা কনটেইনার টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা করছি।

আদানি গ্রুপ কারাইকাল বন্দরের অধিগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে অভিহিত করেছে। ভারতের পণ্য পরিবহন খাতে এটি অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এপিএসইজেড-এর ভূমিকা আরও শক্তিশালী করবে। বর্তমানে আদানির এ কোম্পানিটি ভারতে ১৪টি বন্দর তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে। ২০২২-২৩ অর্থবছরে কারাইকাল বন্দর ১০ মিলিয়ন টন কার্গো পরিচালনা করেছে। বন্দরটি ২০০৯ সালে চালু হয়েছিল, যার অবস্থান চেন্নাই থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত