ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

হয়ে গেল ভ্রাম্যমাণ বইমেলা

হয়ে গেল ভ্রাম্যমাণ বইমেলা

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে হয়ে গেল প্রিয়মুখণ্ডসুখের স্কুল ভ্রাম্যমাণ বইমেলা। দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের রায়গঞ্জ-তারাস আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, সুখের স্কুলের কর্ণধার জোবাযের রুবেল প্রমুখ। ‘বই পড়ুন জীবনের জন্য’ সেøøাগান নিয়ে প্রিয়মুখ প্রকাশনীর আয়োজনে ও সুখের স্কুলের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ বইমেলা শুরু হলো।

প্রিয়মুখ প্রকাশক ও কথা সাহিত্যিক আহমেদ ফারুক বলেন, কবি-সাহিত্যিক-লেখকরা তাদের সব জ্ঞান বইয়ের পাতায় ঢেলে দেন। বই পড়ে সেই জ্ঞানের আলো সংগ্রহ করা যায়। বই পড়া মানুষের কাছেই দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। এ লক্ষ্য সামনে রেখেই আমরা এ বছর কমপক্ষে ৫০টি ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত