ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নতুন লাইফস্টাইল ব্রান্ড ‘তাভাস’

নতুন লাইফস্টাইল ব্রান্ড ‘তাভাস’

ঈদ উপলক্ষে সবার জন্য নান্দনিক ও হাল ফ্যাশনের প্রতিশ্রুতি নিয়ে আত্মপ্রকাশ করল নতুন লাইফস্টাইল ব্রান্ড ‘তাভাস’। গত বৃহস্পতিবার রাজধানীর এলিফেন্ট রোডে তাভাসের প্রথম শোরুম উদ্বোধন করেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক এবং রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকসের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ। অনুষ্ঠানে তাভাসের কর্ণধার মোহাম্মদ রাসেল মাহমুদ বলেন, সবার জন্য নান্দনিক ও হাল ফ্যাশন পোশাক ও জীবনযাত্রার প্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে যাত্রা শুরু করল তাভাস। পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রামসহ দেশজুড়ে বিক্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে তাভাসের। এ সময় আর উপস্থিত ছিলেন ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন হিরো, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় ও এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির মহাসচিব আবুল কাশেম খান ঝন্টু। উদ্বোধনের পরে তাভাসের পোশাক নিয়ে মনোজ্ঞ ‘ফ্যাশন শো’ অনুষ্ঠিত হয়। ফ্যাশন শোতে ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন জনপ্রিয় সব মডেল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত