ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈদ ও বৈশাখে ফিওনা

ঈদ ও বৈশাখে ফিওনা

পহেলা বৈশাখ ও ঈদ উৎসবকে সামনে রেখে শীর্ষ স্থানীয় হাউজ ফিওনা ছেলেদের জন্য এনেছে দারুণ সব কালেকশন। তাদের ডিজাইন করা পাঞ্জাবিগুলো আপনাকে নিমিষেই অসাধারণ করে তুলবে। উৎসব মোটিভ করা এসব পাঞ্জাবির দাম হাতের নাগালে ও সামার ফ্রেন্ডলি, লুক্রেটিভ। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পাঞ্জাবি গরমে বেশ আরামদায়ক। পাঞ্জাবি ছাড়াও আছে শার্ট, টি-শার্ট ও পলো শার্ট। ফিওনার ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর কামরুল হাসান বলেন, গরমের বিষয়টি মাথায় রেখে আরামদায়ক ফেব্রিক্স প্রাধান্য দেওয়া হয়েছে। আর গরমের সময় হালকা ডিজাইনের এক রঙা পাঞ্জাবি বেশি আরামদায়ক। শোরুম আছে বসুন্ধরা সিটি, পুলিশ প্লাজা, ধানমন্ডি, সীমান্ত স্কয়ার, শ্যামলী স্কয়ার, মৌচাক ফরচুন মার্কেট, বেইলি রোডের নাভানা বেইলি স্টার, মাইশা ওয়ার্ল্ড, যমুনা ফিউচার পার্ক ও চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, পাঞ্চলাইশ, চট্টগ্রাম। facebook.com/fionalifestylebd

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত