ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কিছু পানীয় গরমে স্বস্তি দেবে ও ওজন কমাবে

কিছু পানীয় গরমে স্বস্তি দেবে ও ওজন কমাবে

গরমে স্বস্তি পেতে বিভিন্ন জুস বা কোমল পানীয়ের স্বাদ নেন কমবেশি সবাই। তবে অতিরিক্ত চিনিযুক্ত জুস বা কোমল পানীয় শরীরের আর্দ্রতা জোগানোর বদলে আরও পানিশূন্য করে তোলে। এমনকি ওজন বাড়াতেও সাহায্য করে। তাই গরমে প্রশান্তি পেতে এমনকি ওজন কমাতে প্রাকৃতিক উপাদানে ভরসা রাখতে পারেন। জেনে নিন কোন কোন পানীয় পানে সহজেই ওজন কমাতে পারবেন।

শসার জুস : শসা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীর বর্জ্যমুক্ত করতে সাহায্য করে। গরমে এক গ্লাস শসার জুস মুহূর্তেই শরীরে প্রশান্তি আনে। সবারই কমবেশি জানা আছে, শসা ওজন কমাতে কতটা উপকারী। শরীরের পানিশূন্যতা রোধ করে শসা। আর পানিতে কয়েক টুকরো শসা মিশিয়ে তৈরি করতে পারেন ডিটক্স ওয়াটার, যা ওজন কমাতে দারুণ কার্যকরী।

বাটারমিল্ক : শীতের সকালে চা যেমন মনে প্রশান্তি জোগায়, ঠিক তেমনই গরমে বাটারমিল্ক। এটি একটি স্বাস্থ্যকর পানীয়, যা হজমে সাহায্য করে। এতে থাকা স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া অন্ত্রের মাইক্রোবায়োমকে উন্নত করে।

মেথির পানি : সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস মেথি ভেজানো পানি পান করার অভ্যাস ওজন কমাতে সাহায্য করবে।

লেবু ও পুদিনার ডিটক্স ওয়াটার : পানিতে লেবু ও পুদিনা পাতা মিশিয়ে পান করার স্বাস্থ্য উপকারিতা অনেক। আবার গরমে ঠান্ডা পানিতে এক টুকরো লেবু ও কয়েকটি পুদিনা পাতা মিশিয়ে পান করলে মুহূর্তেই প্রশান্তি মিলবে। আপনি যদি ওজন কমানোর মিশনে থাকেন, তাহলে দৈনিক পানিতে শসা, লেবু ও পুদিনা মিশিয়ে পান করতে পারেন। এটি শরীরকে হাইড্রেটেড ও পুষ্টিতে ভরপুর রাখবে।

আপেল ও দারুচিনির পানি : আপেল ফাইবার সমৃদ্ধ ও দারুচিনি একটি ভালো মসালা, যা প্রাকৃতিকভাবে বিপাককে বাড়িয়ে তোলে। তাই পানিতে আপেল ও দারুচিনি মিশিয়ে পান করলে মেটাবলিজম সচল থাকে ও ব্যক্তিকে দীর্ঘ সময়ের জন্য পরিপূর্ণ রাখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত