আড়ংয়ের ২৮তম আউটলেটের উদ্বোধন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
টাঙ্গাইলে উদ্বোধন হয়ে গেল দেশের বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ২৮তম আউটলেট। টাঙ্গাইল সদরের বড় কালীবাড়ি রোডের সিটি সেন্টারে এ আউটলেট। অত্যাধুনিক নির্মাণশৈলীর ১৪ হাজার ৯৮ বর্গফুটের তিন তলা বিশিষ্ট এ আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক, বাড়ির সাজসজ্জা, গহনাসহ আড়ং এর সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান ও আড়ং আর্থের পণ্যগুলো পাওয়া যাবে। আড়ং টাঙ্গাইল আউটলেটটির উদ্বোধন করেন আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আশরাফুল আলম, ক্রেতাদের ঈদ উদযাপনকে মাথায় রেখে ঈদ শপিংয়ে একদম উপযুক্ত এ সময়ে সংস্কৃতি, ঐতিহ্য এবং নানা কারুশিল্পে সমৃদ্ধ টাঙ্গাইলে আড়ংয়ের এ আউটলেটটি খুলতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি নতুন আউটলেটটি এ প্রাণবন্ত শহরের বাসিন্দাদের কেনাকাটার জন্য অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠবে এবং একই সঙ্গে টাঙ্গাইলবাসীর ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক চাহিদা পূরণে সহায়ক হবে। এ ছাড়া গ্রাহকরা সীমিত সময়ের জন্য ৫ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করে আড়ংয়ের কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং বছরব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। এ ছাড়া ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর অন্তর্ভুক্ত সদস্যরা আড়ং টাঙ্গাইল আউটলেটে প্রতিটি কেনাকাটায় দ্বিগুণ পয়েন্ট অর্জন করতে পারবেন। এ অফারটি ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ।