বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের দৃষ্টিতে বঙ্গবন্ধুবিষয়ক বিশেষ বক্তৃতা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হলো ‘বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের দৃষ্টিতে বঙ্গবন্ধু’বিষয়ক বিশেষ বক্তৃতা। জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ১০ এপ্রিল বিকেলে আয়োজিত হয় এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। বিশেষজ্ঞ বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।