ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈদ আয়োজনে স্বাস্থ্যকর লাচ্ছা সেমাই

ঈদ আয়োজনে স্বাস্থ্যকর লাচ্ছা সেমাই

ঈদে অতিথি আপ্যায়নে লাচ্ছা সেমাই ছাড়া ভাবাই যায় না। এ ছাড়া লাচ্ছা সেমাই অনেকের পছন্দের খাবার। তাই ড্যান ফুডস এনেছে প্রিমিয়াম লাচ্ছা সেমাই। এটি প্রস্তুত করা হয়েছে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে। তাই স্বাস্থ্য সচেতন ক্রেতা নিশ্চিত উপভোগ করতে পারবেন লাচ্ছা সেমাইের আসল স্বাদ। এ ছাড়া এ খাবারটির ক্ষেত্রে ড্যান ফুডস শতভাগ মান নিয়ন্ত্রণ করছে। তৈরির প্রতিটি উপাদান সংগ্রহ করা হচ্ছে সতর্কতার সঙ্গে। প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছে যথাযথ পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া লাচ্ছা তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান ফ্যাট। ড্যান ফুডস প্রিমিয়াম লাচ্ছা সেমাই তৈরিতে ব্যবহৃত হয়েছে নন-হাইড্রোজেনাটেড ফ্যাট। ট্রান্স ফ্যাটের ব্যবহার করা হয়েছে মাত্র ২ শতাংশ। তাই এ সেমাই শুধু স্বাস্থ্যসম্মতই নয়, স্বাদেও অতুলনীয়। ক্রেতাদের সেরা স্বাদের সন্ধান দেয়ার জন্য এ সেমাইয়ে ব্যবহার করা হয়েছে কাজু, আমন্ড, কিসমিসসহ বিভিন্ন ধরনের বাদাম। পাওয়া যাচ্ছে ২৫০ গ্রামের প্যাকেটে। দাম ২০০ টাকা। বাংলাদেশে ডেনমার্কের শীর্ষস্থানীয় স্ন্যাক্স ব্র্যান্ড ‘ড্যান কেক’ প্রস্তুতকারক এ প্রতিষ্ঠানটি এরই মধ্যে পণ্যের স্বাদ ও গুণগতমান নিশ্চিত করার কারণে সুনাম অর্জন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত