ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

যাত্রা শুরু করল লাইফস্টাইল ব্র্যান্ড ‘বর্ণন’

যাত্রা শুরু করল লাইফস্টাইল ব্র্যান্ড ‘বর্ণন’

বর্ণন একটি পরিবেশবান্ধব লাইফস্টাইল ব্র্যান্ড। ১৪ এপ্রিল বনানীতে তাদের নিজস্ব অফিসে এর পথচলা শুরু হয়। তাদের রয়েছে দেশীয় উপকরণ দিয়ে আরামদায়ক ও পরিবেশ উপযোগী ভিন্ন ধরনের পোশাক ও পণ্য। অনলাইন ও আউটলেটে ঈদ আয়োজনে থাকছে শাড়ি, টপস, ব্লাউজ, সেলোয়ার-কামিজ, পাঞ্জাবি, উপহার সামগ্রী ও নান্দনিক ডিজাইনের অলংকার। প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও ডিজাইনার ফারজানা মঈন মিহান বলেন, আমাদের লক্ষ্য নতুনত্ব, পণ্যের স্থায়িত্ব, শিল্পী ও শ্রমের যথাযথ মূল্যায়ন। যাত্রা শুরু উপলক্ষ্যে মাসজুড়ে বিভিন্ন পণ্যে মূল্যছাড় চলছে। বিস্তারিত : www.bornonbd.com

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত