বর্ণন একটি পরিবেশবান্ধব লাইফস্টাইল ব্র্যান্ড। ১৪ এপ্রিল বনানীতে তাদের নিজস্ব অফিসে এর পথচলা শুরু হয়। তাদের রয়েছে দেশীয় উপকরণ দিয়ে আরামদায়ক ও পরিবেশ উপযোগী ভিন্ন ধরনের পোশাক ও পণ্য। অনলাইন ও আউটলেটে ঈদ আয়োজনে থাকছে শাড়ি, টপস, ব্লাউজ, সেলোয়ার-কামিজ, পাঞ্জাবি, উপহার সামগ্রী ও নান্দনিক ডিজাইনের অলংকার। প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও ডিজাইনার ফারজানা মঈন মিহান বলেন, আমাদের লক্ষ্য নতুনত্ব, পণ্যের স্থায়িত্ব, শিল্পী ও শ্রমের যথাযথ মূল্যায়ন। যাত্রা শুরু উপলক্ষ্যে মাসজুড়ে বিভিন্ন পণ্যে মূল্যছাড় চলছে। বিস্তারিত : www.bornonbd.com