আয়োজন
ঈদসামগ্রী বিতরণ
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
অসহায় ও দুস্থ ১১ হাজার পরিবারের মধ্যে নিজ অর্থায়নে ঈদসামগ্রী বিতরণ করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন (সিআইপি)। ১৫ এপ্রিল জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদসামগ্রীর মধ্যে ছিল ৬ হাজার শাড়ি, ২ হাজার লুঙ্গি, ৩ হাজার প্যান্টের পিস, সেমাই, চিনি, চাল, তেল, দুধ ও সাবান। বিতরণ অনুষ্ঠানে এমপি মো. মোজাফফর হোসেন বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমরা সবসময় পাশে থাকি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. বাকী বিল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মান্নান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, জামালপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজু আহমেদসহ অন্য নেতৃবৃন্দ।