সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হলেন জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব বিজনেস স্টাডিস (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন। ২০১৫ সালে জাতীয় দলে যোগদানের পর থেকে ব্যাটসম্যান হিসেবে খেলে আসছেন রনি তালুকদার। চলতি মৌসুমে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ডাক পান রনি। জাতীয় দলে ফিরেই ছন্দে আছেন রনি তালুকদার। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রনি মাত্র ২৪ বলে আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের তৃতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড। রনি তালুকদারের ক্রিকেট ক্যারিয়ার যেখানে তুঙ্গে সেখানে থেমে ছিল শিক্ষা জীবনের ক্যারিয়ার। যার ধারাবাহিকায় ১৯ এপ্রিল সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোডের ক্যাম্পাসে এসে বিবিএ বিভাগে ভর্তি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এতদিন পর পড়াশোনা শুরু করতে পেরে আমার ভালো লাগছে।