আয়োজন
ইয়েলোর ১৯তম শোরুম এখন নারায়ণগঞ্জে
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
নারায়ণগঞ্জে যাত্রা শুরু করল দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ইয়েলো। গত রোববার ১৯তম আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়েলোর এক্সিকিউটিভ ডিরেক্টর শেহরিয়ার বার্নি, হেড অফ রিটেল অপারেশনস হাদী এস. এ. চৌধুরী, সিনিয়র অপারেশন ম্যানেজার শাহরিয়ান আহমেদ ও সুমিত তরফদার এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার শাফায়াত সারওয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. আলমাস আলীসহ নারায়াণগঞ্জের প্রখ্যাত ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
ইয়েলোর এ নতুন আউটলেটটি সব বয়সের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব পণ্য। যার মধ্যে অন্যতম চলতি বছরের ঈদ কালেকশন। পুরুষদের জন্য আছে ফ্যাশনেবল ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো, ফরমাল শার্ট, পাঞ্জাবি, ডেনিম এবং আরও অনেক কিছু। মহিলাদের জন্য রয়েছে সালওয়ার কামিজ, লন, শাড়ি, এখনিক কুর্তি এবং ফ্যাশন টপসসহ বিস্তর সব কালেকশন। আরও আছে শিশু ও নবজাতকদের জন্য অসাধারণ সব পোশাক। এ ছাড়া বিছানার চাদর থেকে শুরু করে সোফার কুশন কাভারসহ বিভিন্ন গৃহসজ্জার জিনিসপত্র এ নতুন স্টোরে পাওয়া যাবে।