আয়োজন
উত্তর বাড্ডা পূর্বাচল ইয়ুথ ক্লাবের ঈদ উপহার বিতরণ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিত্যজীবন প্রতিবেদক
রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাচল ইয়ুথ ক্লাবের আয়োজনে প্রতিবছরের মতো এ বছরও গরিব ও দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এসো মিলি ঈদের খুশিতে স্লোগান নিয়ে ঈদের আগে এ আয়োজন উদ্বোধন করেন ক্লাবের সভাপতি মো. বদরুজ্জামান তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন, শফিকুল চৌধুরী অটল, ক্লাবের সাধারণ সম্পাদক তুষার আহমেদ, বিশিষ্ট সাংবাদিক তৌফিক অপু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজন প্রসঙ্গে ক্লাবের সভাপতি বলেন, নিজেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতা নিয়ে আমরা বেশ কয়েক বছর ধরে এ আয়োজনটা করে আসছি। ঢাকায় এখন সুস্থ ধারার ক্লাব খুব কমই আছে। আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এ ক্লাবটি সমাজের উপকারী একটি ক্লাব। সম্পূর্ণ অরাজনৈতিক ও মাদকমুক্ত একটি ক্লাব। তবে আশার কথা এই যে, আমাদের এ আয়োজনে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্নজন সহযোগিতার হাত বাড়িয়েছেন, এতে আমরা ভবিষ্যতে আরও বেশি করে ঈদ উপহার বিতরণ করতে পারব। অনুষ্ঠানের শেষে ক্লাবের সাধারণ সম্পাদক ভবিষ্যতের আরও সামাজিক কার্যক্রমের কার্যাবলি তুলে ধরেন।