ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাঁশির সুরে মুগ্ধ চাঁদপুরবাসী

বাঁশির সুরে মুগ্ধ চাঁদপুরবাসী

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বাঁশি উৎসব। জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র এর আয়োজন করে। ২৮ এপ্রিল বিকেল ৩টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ উৎসব। এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল ‘বাঁশির সুরের মূর্ছনায় সকল ভেদাভেদ নাশে, আমরা আছি সুন্দরের পাশে।’ বাঁশিভিত্তিক চিত্রাঙ্কনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়। এর পর বাঁশির সুরে জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধন করেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় শিশু সাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ুন কবির ঢালী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পরিবেশ আইনবিদ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক কমল, আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা। জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ফয়সাল মাহমুদ। সমাপনী অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য দেন, চরসেনশান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিতু মিয়া বেপারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক পরেশ মালাকার, গণসংগীতশিল্পী পরেশ মালাকার, জেলা উদীচীর সহ-সভাপতি গোপাল সাহা। উৎসবে প্রয়াত গোবিন্দ চন্দ্র মালাকার, নারায়ণ চন্দ্র ভৌমিক ও রুস্তম আলীকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তাদের সন্তানরা সম্মাননা ও উপহার গ্রহণ করেন। চাঁদপুরসহ ঢাকা, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জের ১০ জন বংশীবাদক উৎসবে বাঁশি বাজিয়ে দর্শকদের মোহিত করেন। পাশাপাশি অনুষ্ঠানে বাঁশিভিত্তিক গান-নৃত্য ও কবিতা পরিবেশন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত