মাইক্রোওয়েভে গরম করা ঠিক যেসব খাবার

প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিত্যজীবন প্রতিবেদক

দৈনন্দিন জীবনে মাইক্রোওয়েভের ওপর নির্ভর করেন অনেকেই। কেক বানানো থেকে শুরু করে অল্প তেলে রান্না করা- সব কিছুতেই মাইক্রোওয়েভে করা যায়। বিশেষ করে তাৎক্ষণিক খাবার গরম করার ক্ষেত্রে মাইক্রোওয়েভের মতো উপকারী জিনিস খুবই কম রয়েছে। এ যন্ত্র ব্যবহারও বেশ সহজ। কিন্তু সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, নিয়মিত মাইক্রোওয়েভে রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এ ছাড়া এমন কিছু খাবার রয়েছে যেগুলো মাইক্রোওয়েভে গরম করা কখনও উচিত নয়। আসুন জানি কোন কোন খাবার মাইক্রোওয়েভে গরম করা ঠিক নয়।

ভাত : অনেকেরই মাইক্রোওয়েভে ভাত গরম করে খাওয়ার অভ্যাস আছে। এটি মোটেও ভালো নয়। অনেক সময়ে এ ভাত খেলে পেটে বিষক্রিয়া হতে পারে। ভাত গরম করলে তাতে ব্যাসিলাস ‘সেরেসাস’ নামক ব্যাকটেরিয়া তৈরি হয়। এ ব্যাকটেরিয়া শরীরে গিয়ে টক্সিন উৎপন্ন করে। এর ফলে ডায়ারিয়া, পেটের সমস্যা হতে পারে।

প্রক্রিয়াজাত খাবার : যে কোনো প্রক্রিয়াজাত খাবার দীর্ঘ দিন ভালো রাখার জন্য তাতে বেশ কিছু রাসায়নিক পদার্থ মেশানো থাকে। মাইক্রোওয়েভে সেই খাবার গরম করলে কোলেস্টেরল জারণ হয়। এ যৌগ শরীরে গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এ কারণে এসব খাবার মাইক্রোওয়েভে গরম করা ঠিক নয়।

সিদ্ধ ডিম : আগে থেকে সিদ্ধ করে রাখা খোসাসহ ডিম কোনোভাবেই ওভেনে গরম করা ঠিক নয়। এতে ডিমের খোসা ফেটে ছড়িয়ে পড়তে পারে ওভেনের ভেতর। সিদ্ধ ডিম গরম করতে চাইলে খোসা ছাড়িয়ে নিতে হবে। তাহলে সমস্যা হবে না।