বাংলাদেশ থেকে আলু রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে খসড়া রোডম্যাপ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বিএডিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে আলু রপ্তানিকারকের শীর্ষ সংগঠন বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এএফএম হায়াতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিএআরসির প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সোহেলা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএডিসি গবেষণা সেলের প্রধান সমন্বয়কারী ড. মো. রেজাউল করিম। এছাড়া বক্তব্য রাখেন মো. সামছুল আলম, মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শেখ আব্দুল কাদের।