প্রতিরোধ প্যাকেজ পাচ্ছেন দেশে ফেরা প্রবাসী নারীরা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিদেশফেরত নারী শ্রমিকদের কোভিড-১৯ এর ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা প্রদানের লক্ষ্যে ইউএন উইমেন, ইউনিলিভার এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে কর্মসূচি চালু করেছে। ইউনিলিভার বাংলাদেশ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের ১০টি জেলার বিদেশফেরত নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে গত শনিবার এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছে ইউএন উইমেন বাংলাদেশ। কোভিড-১৯ এর ঝুঁকি ও চ্যালেঞ্জ থেকে বিদেশফেরত নারী শ্রমিকদের রক্ষা করার লক্ষ্যে চালু করা এ প্রকল্পের আওতায় তাদের জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করা হবে।
ইউএন উইমেন, জাপান সরকার এবং ইউনিলিভার বাংলাদেশ-এর সহায়তায় চালু করা এ প্রকল্পটি প্রবাসী কল্যাণ ও বৈদিশক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র এবং বাদাবন সংঘ নামক দুটি নারী অধিকার সংস্থা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা শহর, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, যশোর, বাগেরহাট, সিলেট, হবিগঞ্জ, পটুয়াখালী ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে এ প্রকল্প বাস্তবায়ন করবে।
কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইটি’র মহাপরিচালক (ডিজি) মো. শামসুল আলম; ইউএন উইমেন বাংলাদেশের অফিসার ইনচার্জ মিস দিলরুবা হায়দার এবং ইউনিলিভার বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি এবং লিগ্যাল ডিরেক্টর রাশেদুল কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদিশক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন বলেন, আমরা নিরাপদ, বৈধ, নিয়মিত এবং দায়িত্বশীল অভিবাসনকে উৎসাহিত করি এবং আমরা আশা করি, সিভিল সোসাইটি ও এনজিওগুলো আমাদের এটি নিশ্চিত করতে সহায়তা করবে। অভিবাসনের মূলধারায় আমরা নাগরিক সমাজের আরও কার্যকর এবং বাস্তব ভূমিকা দেখতে পাই।
তিনি বলেন, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে অনেক দেশের তুলনায় বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। অন্য সব খাতের সহযোগিতা একে আরও এগিয়ে নিতে পারে। এটি একটি অংশীদারিত্বমূলক দায়িত্ব এবং এ ব্যাপারে আমাদের সহযোগিতা করার জন্য ইউএন উইমেন, ইউনিলিভার এবং আমাদের এনজিও পার্টনারদের আমি ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএন উইমেনের প্রোগ্রাম ম্যানেজার তপোতী সাহা।