শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় ৩১ ডিসেম্বর আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ সময় হলেও ১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করার সময় বাড়ানো হয়েছে। গত বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় পর্যায়ে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এনবিআরের মানবসম্পদ ও কর ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আক্তার এই ঘোষণা দেন। তিনি বলেন, আয়কর রিটার্ন দাখিলের সময় এক দিন বাড়ানো হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এক দিন বাড়িয়ে ১ জানুয়ারি (রোববার) পর্যন্ত ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা হবে। এর আগে গত ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আরও এক মাস বৃদ্ধি করে এনবিআর। সে হিসেবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেয়ার শেষ সময়।