জনতা ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মো. রমজান বাহার। গতকাল রোববার তিনি ডিএমডি পদে যোগদান করেন। এর আগে তিনি একই ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মো. রমজান বাহার ১৯৮৯ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সরাসরি সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চাকরিকালে তিনি প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন প্রধান, শাখা, এরিয়া ও বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জনতা ব্যাংকের আবুধাবি শাখায় সিস্টেম এডমিনিস্ট্রেটর হিসেবে সফলতার সাথে ৫ বছর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস। পেশাগত প্রয়োজনে তিনি মালয়েশিয়া, আবুধাবি, ভারত সফর করেন। কিশোরগঞ্জ শহরের মহানন্দা ভদ্রপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।