ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেজা এবং ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি

বেজা এবং ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে মোট ৬০ একর জমি বরাদ্দে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বেজা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বেজা’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আলী আহসান এবং ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এসএম মাহবুবুল আলম। ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ ২০২১ সালে তাদের কার্যক্রম শুরু করে। ৬০ একর জমিতে প্রায় ৯৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। সার্বিক কর্মকাণ্ডে প্রায় ১ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। এ বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষরের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ২০২৩ সাল শুরুর প্রথম দিনে অর্থাৎ নববর্ষে এই চুক্তি স্বাক্ষর বেজা’র জন্য অত্যন্ত আনন্দের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত