সনদ না থাকায় ‘সেরা কনজ্যুমার’কে দুই লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
সনদ না নিয়ে কয়েল উৎপাদন করায় সাভারে ‘সেরা কনজ্যুমার’ কোম্পানিকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বুুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সময় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআইর বাধ্যতামূলক পণ্য কয়েলের বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে মধ্য রাজাশন, বিরুলিয়া, সাভারের ওই প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।