ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এমডি নিয়োগে আরও তিন মাস সময় চায় ডিএসই

এমডি নিয়োগে আরও তিন মাস সময় চায় ডিএসই

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে দ্বিতীয় দফায় আরও তিন মাস সময় চেয়ে আবেদন করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে আবেদন করেন ডিএসইর ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর একাধিক কর্মকর্তা। সময় চাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ভারপ্রাপ্ত এমডি কিন্তু কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে ডিএসইর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এর আগের কমিশন আমাদের এক মাসের সময় দিয়েছিল। সেই সময় অনুযায়ী আগামীকাল ৬ জানুয়ারি মেয়াদ শেষ কিন্তু আমাদের এখন পর্যন্ত নিয়োগের প্রস্তাব ঠিক হয়নি। এ অবস্থায় ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটির প্রস্তাবনা এখনো ডিএসইর পর্ষদের কাছে সঠিকভাবে আসেনি। তাই ডিএসইর পর্ষদ নতুন করে বিএসইসির কাছে সময় চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে মঙ্গলবার আবেদন জমা দেয়া হয়। গতকাল বুধবার আবেদনটি কমিশনের পৌঁছেছে বলে জানা গেছে। বিএসইসি আবেদনের যৌক্তিকতা দেখে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেবে। এর আগের ডিসেম্বর প্রথম সপ্তাহে বিএসইসির কাছে সময় চেয়ে আবেদন করেছিল ডিএসই। কারণ, পূর্ব নির্ধারিত সময় অনুসারে ৬ ডিসেম্বরের মধ্যে ডিএসইর এমডির প্রস্তাব দেয়ার কথা ছিল কিন্তু ডিএসই নির্ধারিত সময়ে এমডি নিয়োগের প্রস্তাব বিএসইসিতে জমা দিতে পারেনি। তারপর সময় বৃদ্ধি চেয়ে আবেদন করা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এক মাস সময় বাড়িয়েছিল বিএসইসি। এখন আবারও তিন মাস সময় চেয়ে আবেদন করেছে ডিএসই।

বিএসইসি সূত্র জানায়, চলতি বছরের ৯ সেপ্টেম্বর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তারিক আমিন ভূঁইয়া। তারপর ডিএসই এমডি পদে নিয়োগের জন্য গত ৬ অক্টোবর জাতীয় পত্রিকা ও ডিএসইর ওয়েবসাইটে এমডি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেয়া হয়। এরপর ৭ ও ১১ অক্টোবর আরও কয়েকটি জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়। যেখানে আবেদনের শেষ সময় ছিল ৬ নভেম্বর। প্রবিধান অনুসারে ডিএসইর এমডি নিয়োগের প্রক্রিয়ার ধাপগুলো হলো-প্রথমত, ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি এমডি পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে কমপক্ষে তিনজন প্রার্থীকে নির্বাচন করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত