ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রাম বন্দর

জালিয়াতির মাধ্যমে আমদানি করা ১১ কোটি টাকার ফেব্রিক জব্দ

জালিয়াতির মাধ্যমে আমদানি করা ১১ কোটি টাকার ফেব্রিক জব্দ

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) ইমপোর্ট পাস (আইপি) জালিয়াতি করে বন্ড সুবিধায় আমদানিকৃত চার কনটেইনার ফেব্রিক (কাপড়) আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক চার কনটেইনারে ১০৮ টন ৪৭০ কেজি কাপড় রয়েছে, যার শুল্কায়নযোগ্য মূল্য ৩ কোটি ৮১ লাখ ৫৭ হাজার ৪৪৪ টাকা এবং আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৩৩২ টাকা। চারটি চালানের মধ্যে তিনটি বিএলের (বিল অব লেডিং) শিপিং এজেন্ট এমসিসি ট্রান্সপোর্ট (মার্সক বাংলাদেশ লিমিটেড) এবং একটি বিএলের শিপিং এজেন্ট ইউরোম্যাক্স লজিস্টিক্স লিমিটেড। ৪ জানুয়ারি বিকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধায় আমদানিকৃত ফেব্রিকের একটি চালান গত বছরের ১৩ অক্টোবর চট্টগ্রামের হালিশহর এলাকার সিঅ্যান্ডএফ এজেন্ট স্পিডওয়ে লজিস্টিকসের ভাড়াকৃত গুদাম থেকে আটক করা হয়। চালানটি সাভার ডিইপিজেডের গোল্ডটেক্স গার্মেন্ট লিমিটেডের নামে আমদানিকৃত। ওই সময় আটক ১০৭ টন ২৬০ কেজি ফেব্রিকের আনুমানিক বাজারমূল্য ছিল ১০ কোটি টাকা। পরে গত ২০ অক্টোবর স্পিডওয়ে লজিস্টিকসের স্বত্বাধিকারী মো. খসরুল আলম আকনসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হালিশহর থানায় চোরাচালান ও মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়। পাশাপাশি বন্ড কমিশনারেটেও মামলা করা হয়। ওই অভিযানের সূত্র ধরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেডের নামে আরও একটি ফেব্রিকের চালান চট্টগ্রাম বন্দরে এসেছে। শিপিং এজেন্ট ৪ কনটেইনারে কাপড়ের চালানটি বন্দরে আনার পর খালাস স্থগিত করে কাস্টমসের এআইআর (অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ) শাখার কর্মকর্তা ও বন্দর প্রতিনিধির উপস্থিতিতে কনটেইনার চারটি কিপডাউন করে কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় চার কনটেইনারে ১০৮ টন ৪৭০ কেজি ফেব্রিক পাওয়া যায়। প্রাথমিকভাবে পাওয়া ডকুমেন্ট পর্যালোচনা করে চালানটি আমদানিকারক গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড এবং সংশ্লিষ্ট লোকজনের যোগসাজশে শুল্ক ফাঁকি দিয়ে বন্ড সুবিধায় আমদানি করা হয়েছে বলে জানা যায়। তবে আমদানিকারক প্রতিষ্ঠান কোনো কাঁচামাল আমদানি করেনি বলে শুল্ক গোয়েন্দাদের জানিয়েছে। মূলত বন্ড সুবিধায় কাপড় আমদানি করে এসব পণ্য রপ্তানিযোগ্য পোশাক তৈরি না করে চোরাইপথে খোলাবাজারে বিক্রি করছিল। আটক চালানটির কোনো সেলস কন্ট্রাক্টও ছিল না বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক মো. বশীর আহমেদ বলেন, ‘গোপন সংবাদ ও আগে আটক একটি চালানের সূত্র ধরে চট্টগ্রাম বন্দর থেকে খালাসের আগেই চার কনটেইনারে আমদানি করা ১০৮ দশমিক ৪৭ টন ফেব্রিক আটক করা হয়েছে। আটক চালানটির কোনো এলসি কিংবা সেলস কন্ট্রাক্টও পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে বাদ দিয়ে অবৈধভাবে চালানটি আমদানি করা হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত