ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভোমরায় ২৫৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি

ভোমরায় ২৫৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি

চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২৫৩ কোটি ৬২ লাখ টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় এ রাজস্ব ঘাটতি প্রায় ৫০ শতাংশ। বন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, ডলার সংকটের কারণে আমদানি-রপ্তানি কমে যাওয়াসহ নানা কারণে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধ্বে জুলাই-ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৩১ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৬৬ কোটি ১৫ লাখ, আগস্টে ৮৪ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৯৬ কোটি ৬৯ লাখ, অক্টোবরে ১০০ কোটি ৮৮ লাখ, নভেম্বরে ৯৮ কোটি ৫৬ লাখ ও ডিসেম্বরে ৮৪ কোটি ১২ লাখ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত