ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন আশিকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন  আশিকুর রহমান

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান গত ১ জানুয়ারি পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ইতোপূর্বে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বিশ্বব্যাংক অর্থায়িত প্রকল্প-সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট এবং ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) হতে ডিসিএপি এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) হতে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন। তিনি ৪ জানুয়ারি প্রধান কার‌্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টে পরিচালক পদে যোগদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত