ডিজিটাল সেবা বাড়ায় সরকারের প্রযুক্তি খাতে রাজস্ব আয় বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) রাজস্ব আয় হয়েছে প্রায় ৪ হাজার ৩৬৮ কোটি ৯৯ লাখ টাকা। বিটিআরসির প্রাপ্ত তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে যে খাতগুলো থেকে বিটিআরসির আয় হয়েছে তার মধ্যে লাইসেন্স ফি বাবদ রাজস্ব আয় হয়েছে প্রায় ১৬৪ কোটি ১৭ লাখ, রেভিনিউ শেয়ারিং ফি বাবদ রাজস্ব আয় হয়েছে প্রায় ২ হাজার ১৯২ কোটি ১১ লাখ টাকা, স্পেকট্রাম চার্জ ফি বাবদ রাজস্ব আয় প্রায় এক হাজার ৯৪৭ কোটি ৮৯ লাখ টাকা, লাইসেন্স অ্যাক্যুইজিশন ফি বাবদ রাজস্ব আয় প্রায় ২১ কোটি ৮২ লাখ টাকা। এছাড়া অ্যাপ্লিকেশন ও মূল্যায়ন ফি বাবদ রাজস্ব আয় প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা, প্রশাসনিক জরিমানা বাবদ রাজস্ব আয় প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা, বিলম্ব ফি বাবজ রাজস্ব আয় প্রায় ১৯ কোটি ১৩ লাখ টাকা, শেয়ার ট্রান্সফার ফি বাবদ রাজস্ব আয় প্রায় ৩ কোটি ৮০ লাখ, লাইসেন্স নবায়ন ফি বাবদ রাজস্ব আয় প্রায় ১ কোটি ৬ লাখ টাকা এছাড়া অন্যান্য খাতে রাজস্ব আয় হয়েছে প্রায় ১৬ কোটি ৮৪ লাখ টাকা।