এসএমই ও নারী উদ্যোক্তা
ব্র্যাক ব্যাংকে ৫০ শতাংশেরও বেশি ঋণ সংরক্ষিত
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডিইজি Deutsche Investitionsund Entwicklungsgesells chaft mbH-এর সাথে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি দীর্ঘমেয়াদী ঋণ নিতে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ডিইজি একটি জার্মান উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান, যা উন্নয়নশীল ও ইমার্জিং মার্কেটের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন সুবিধা প্রদান করে থাকে। এ ঋণের এসএমই ও নারী উদ্যোক্তাদের ব্র্যাক ব্যাংকে ৫০ শতাংশেরও বেশি সংরক্ষিত। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আরএফ হোসেন বলেন ‘এসএমই ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের সাফল্য ব্যাংকের পরিচালনা পর্ষদের ভিশনের মধ্যেই নিহিত আছে। বিশেষত, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ ব্যাংকিং সুবিধার বাইরে থাকা ‘মিসিং মিডল’দের আমাদের এই অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং মডেলের আওতায় আসার স্বপ্ন দেখেছিলেন। তাই, এসএমই ঋণের সম্প্রসারণ বজায় রাখার জন্য আমরা আমাদের প্রতিশ্রুতিতে সর্বদা অটল।’
ডিইজি ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য মনিকা বেক বলেন, কীভাবে গ্রাহকদের জন্য ইতিবাচক উন্নয়নে আমরা আরও বিশেষভাবে নজর দিচ্ছি, তার একটি ভালো উদাহরণ জেন্ডার ফাইন্যান্সের মতো ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের প্রতি আমাদের সহায়তা। একই সাথে, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত ও উৎসাহিত করতেও সহযোগিতা করার চেষ্টা করছি আমরা।