বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মানুষের পাশে ‘নগদ ইসলামিক’
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
ইসলামিক জীবনধারার সঙ্গে সঙ্গতি রেখে ‘নগদ ইসলামিক’ শরিয়াহভিত্তিক সেবা দিচ্ছে লাখো ধর্মপ্রাণ মানুষকে। যার ফলে ডিজিটাল পদ্ধতিতে ইসলামিক অর্থব্যবস্থার নিশ্চয়তার পাশাপাশি ইসলামিক জীবনধারায় অভ্যস্ত মানুষেরা পাচ্ছেন সুদমুক্ত লেনদেন ব্যবস্থা। এবারের বিশ্ব ইজতেমায় নগদ ইসলামিক-এর পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি সুবিশাল সেবা বুথ রাখছে নগদ ইসলামিক। যেখান থেকে চাইলেই যে কেউ নগদ ইসলামিক অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন, ক্যাশ আউটসহ নগদ ইসলামিক বা নগদ অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া এই ঠান্ডার সময় কারো যেন শীতে কষ্ট না হয়, সেজন্য ইজতেমায় আগত মুসল্লিদের জন্য হালাল সার্টিফাইড গ্লিসারিন বিতরণ করবে নগদ ইসলামিক। এছাড়া বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিরা যদি নগদ ইসলামিক-এর নতুন অ্যাকাউন্ট খোলেন, তাহলে একজন নতুন গ্রাহক ২০ টাকা মোবাইল রিচার্জ উপহার পাবেন। মোবাইল রিচার্জ উপহারটি গ্রাহকের অ্যাকাউন্টে ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদণ্ডএর ইসলামিক অ্যাকাউন্টটি সম্পূর্ণ শরিয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। এ বিষয়ে নগদ ইসলামিক-এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আমরা সামান্য একটু প্রয়াস নিয়েছি। নগদ ইসলামিকের মাধ্যমে দেশের লাখো ধর্মপ্রাণ মানুষ সেবা নিচ্ছেন, যার মাধ্যমে ইসলামি জীবনবিধানে আগ্রহী মানুষরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন।’