ঢাকা ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শিল্প খাতে এক লাখ ৩১ হাজার কোটি টাকার ঋণ

শিল্প খাতে এক লাখ ৩১ হাজার কোটি টাকার ঋণ

করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শিল্প খাত। ফলে খাতটিতে বাড়ছে ঋণের চাহিদা। সেপ্টেম্বর পর্যন্ত শিল্প খাতে ঋণ বিতরণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ২৬৫ কোটি ৬৫ লাখ টাকা। গত ২০২১ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ১ লাখ ৬ হাজার ৫৯৬ কোটি ৮২ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শিল্প খাতে ঋণ বিতরণ বেড়েছে ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা বা ২৩ দশমিক ১৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩ মাসের ব্যবধানে ?ঋণ বিতরণ বেড়েছে ২ দশমিক ২৪ শতাংশ। গত জুন শেষে এ খাতে ঋণ বিতরণের পরিমাণ ছিল ১ লাখ ২৮ হাজার ৩৮৪ কোটি ২ লাখ টাকা। এছাড়া চলতি বছরের তৃতীয় প্রান্তিকে খাতটিতে ঋণ বেড়েছে ২৩ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে বেড়েছে আদায় ২২ দশমিক ৩৭ শতাংশ। তথ্য অনুযায়ী, শিল্পঋণ বিতরণের বিপরীতে আদায়ের হারের অবস্থাও ভালো। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত শিল্প খাতে ঋণ আদায় হয়েছে ১ লাখ ১ হাজার ১২৮ কোটি ১৭ লাখ টাকা। যা ২০২১ সালের একই সময়ে ছিল ৮২ হাজার ৬৩৭ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শিল্প খাতে ঋণ আদায় বেড়েছে ১৮ হাজার ৪৯০ কোটি ৯২ লাখ টাকা বা ২২ দশমিক ৩৭ শতাংশ। আর তিন মাসের ব্যবধানে আদায় বেড়েছে ১৪ দশমিক ৬২ শতাংশ।

জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর শেষে বিতরণ করা শিল্পঋণের মধ্যে ৬ লাখ ৯১ হাজার ৩৯৫ কোটি ৬০ লাখ টাকা বকেয়া রয়েছে। এই অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় ৭৭ হাজার ৫৬০ কোটি ২৫ লাখ টাকা বেশি। ২০২১ সালের সেপ্টেম্বরে বকেয়া ছিল ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ কোটি ৩৫ লাখ টাকা। শিল্প খাতে বিতরণ করা ঋণের মধ্যে মেয়াদোত্তীর্ণের অঙ্ক ৯৫ হাজার ৯৪৬ কোটি ৪৭ লাখ টাকা। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের একই সময়ে ছিল ৮৪ হাজার ৮৩৭ কোটি ৫২ লাখ টাকা। তথ্য মতে, ১ বছরের ব্যবধানে শিল্প খাতের মেয়াদি ঋণ বিতরণ ৩ হাজার ৭২৮ কোটি টাকা বা ২৫ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত শিল্প খাতে মেয়াদি ঋণ বিতরণ করা হয়েছে ১৮ হাজার ৫৬২ কোটি ৪৫ লাখ টাকা। গত ২০২১ সালের একই সময়ে ছিল ১৪ হাজার ৮৩৪ কোটি ২৩ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো এক লাখ ৩১ হাজার ২৬৫ কোটি ৬৫ লাখ টাকার শিল্পঋণ বিতরণ করেছে। এর মধ্যে বৃহৎ ও ক্ষুদ্র শিল্পে যথাক্রমে ২৫ দশমিক ২৮ ও ৩৩ দশমিক ০৪ শতাংশ বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। তবে মাঝারি শিল্পে ৩ দশমিক ০৪ শতাংশ কমেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত