১০০ কোটি টাকা বরাদ্দ পেল বিএসএফআইসি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
চাষিদের আখের দাম পরিশোধ করতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে (বিএসএফআইসি) ‘পরিচালন ঋণ’ হিসেবে শর্তসাপেক্ষে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএসএফআইসির চিনিকলের অনুকূলে আখচাষিদের শুধু আখের দাম পরিশোধ বাবদ ২০২২-২৩ অর্থবছরের অর্থ বিভাগের বাজেটে ‘পরিচালন ঋণ’ খাত থেকে শিল্প মন্ত্রণালয়ের অধীন ১০০ কোটি টাকা শর্তসাপেক্ষে বরাদ্দ দেয়া হয়েছে। এ বরাদ্দ নজির হিসেবে বিবেচনা করা যাবে না। বরাদ্দ করা অর্থ আখচাষিদের আখের দাম পরিশোধ ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। জানা গেছে, এ অর্থ বিএসএফআইসির নিরীক্ষিত ভর্তুকি ও ট্রেড গ্যাপের সঙ্গে সমন্বয়যোগ্য হবে। বরাদ্দ করা অর্থ ব্যয়ের বিস্তারিত হিসাব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম দিয়ে নিরীক্ষা করে তার রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে হবে। এতে আরও বলা হয়, আগামী ২০ বছরে (পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ থেকে চিনিকল পরিচালনা করতে হবে। এ বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে বিএসএফআইসিকে একটি ঋণচুক্তি করতে হবে। কয়েক দশক ধরেই লোকসানে চলছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।