ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সূচকের পতন বেড়েছে লেনদেন

সূচকের পতন বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার শেয়ারবাজারে ফের পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইতে) সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি দরপতনের তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে সবকটি মূল্যসূচক কমলেও এদিন লেনদেন শুরুর দিকে সূচক ঊর্ধ্বমুখী থাকে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হওয়ায় প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম আধাঘণ্টা সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। তবে প্রথম আধাঘণ্টার লেনদেন শেষ হতেই বদলে যেতে থাকে শেয়ারবাজারের চিত্র। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লেখায়। ফলে দেখতে দেখতে ঋণাত্মক হয়ে পড়ে সূচক। সূচকের এ ঋণাত্মক ধারা অব্যাহত থাকে লেনদেনের শেষপর্যন্ত। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে ৬১ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১৬টির। আর ১৭৫টির দাম অপরবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত