ইস্টার্ন ব্যাংকের সিআরও খোরশেদ আলম

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এম. খোরশেদ আলমকে গত ৮ জানুয়ারি থেকে প্রধান রিস্ক কর্মকর্তা (সিআরও ) হিসেবে নিয়োগ প্রদান করেছে। এর পূর্বে তিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংকটির পরিচালনা, কৌশল ও গভর্নেস বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছিলেন। আলম এখন থেকে ইস্টার্ন ব্যাংকের করপোরেট, এসএমই ও রিটেইল ক্রেডিট রিস্ক, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ এবং ক্রেডিট অ্যাডমিনের দায়িত্ব পালন করবেন। একজন ক্যারিয়ার ব্যাংকার হিসেবে তিনি গত ২৭ বছর ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে বহুবিধ দায়িত্ব পালন করেছেন। আলমের ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয় ১৯৯৬ সালে। ২০২১ সালে ইবিএলে পুনরায় যোগদানের পূর্বে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন।