প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিয়ম বহির্ভূত বিনিয়োগ : নিরীক্ষক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থনৈতিক প্রতিবেদক
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালকরা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা না মেনে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট নিরীক্ষক। কোম্পানিটির সবশেষ আর্থিক হিসাবে নিরীক্ষকের প্রতিবেদনের এমন তথ্যে তুলে ধরা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইডিআরএর নির্দেশনা অনুযায়ী, জীবন বিমা কোম্পানির পলিসিহোল্ডারের দায় বা বিমাকারীর সম্পদের ৩০ শতাংশ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু প্রাইম ইসলামী লাইফ কর্তৃপক্ষ সরকারি সিকিউরিটিজে ১৭ কোটি ৬৮ লাখ টাকা বিনিয়োগ করেছে। কিন্তু ৩০ শতাংশ হিসাবে বিনিয়োগ করার কথা ছিল ২৫৩ কোটি টাকা। সে হিসাবে সরকারি সিকিউরিটিজে ২৩৫ কোটি ৩২ লাখ টাকার বিনিয়োগ ঘাটতি রয়েছে বলে জানিয়েছে নিরীক্ষক। এদিকে আইডিআরএ’র আরেক নির্দেশনা অনুযায়ী, স্থাবর সম্পদে পলিসিহোল্ডারের দায় বা বিমাকারীর সম্পদের ২০ শতাংশ বিনিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। সে হিবাবে প্রাইম ইসলামী লাইফ কর্তৃপক্ষ ওই সম্পদে ১৬৮ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগ করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু কোম্পানিটি বিনিয়োগ করেছে ২৭৭ কোটি ৭৭ লাখ টাকা, যা নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি হয়েছে।
এদিকে, সাবসিডিয়ারি কোম্পানিতে বিমা কোম্পানি পলিসিহোল্ডারের দায় বা বিমাকারীর সম্পদের সর্বোচ্চ ১০ শতাংশ বিনিয়োগ করতে পারবে বলে আইডিআরএর নির্দেশনা রয়েছে। তবে প্রাইম ইসলামী লাইফ কর্তৃপক্ষ তা লঙ্ঘন করে অতিরিক্ত বিনিয়োগ করেছে বলে জানা গেছে। এক্ষেত্রে কোম্পানিটির ১০ শতাংশ হারে সর্বোচ্চ ৮৪ কোটি ৩৩ লাখ টাকা বিনিয়োগ করার কথা ছিল। কিন্তু কোম্পানিটি বিনিয়োগ করেছে ৮৭ কোটি ৭২ লাখ টাকা। নিরীক্ষক আরও জানিয়েছে, কোম্পানিটির উদ্যোক্তা বা পরিচালকদের মালিকানা নেমে এসেছে ৩৮.০৮ শতাংশে। অথচ আইডিআরএর ২০১৮ সালের ২৯ মের নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির কমপক্ষে ওই শেয়ার ধারণের পরিমাণ থাকার কথা ছিল ৬০ শতাংশ।