করপোরেট সংবাদ

বিইউএফটিতে শিক্ষার্থীদের সনদ বিতরণ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ৬ মাস মেয়াদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু করা হয়। গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস তুরাগে কোর্সের ৭০ জন শিক্ষনার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি। অনুষ্ঠানে সভাপত্বি করেন বিশ্ববিদ্যলয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন, এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চোয়ারম্যান এএইচএম আহসান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান প্রমুখ।