আইএফআইসি ব্যাংক গত ২৫ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিচালনা করছে রেমিট্যান্স সেবা উৎসব। আইএফআইসি ব্যাংকের গ্রাহকরা বিদেশ থেকে প্রিয়জনের পাঠানো টাকার ওপর বাড়তি ২.৫ শতাংশ সরকারি প্রণোদনা পেয়ে যাচ্ছেন দ্রুত ও ঝামেলাহীনভাবে। আইএফআইসি ব্যাংকের রেমিট্যান্স সেবা উৎসব ব্যাপকভাবে সাড়া ফেলেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিংসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এরই মধ্যে সারা দেশব্যাপী আইএফআইসি ব্যাংক ১ হাজার ২০০-এর বেশি শাখা-উপশাখা স্থাপন করেছে।