ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাজার মূলধন বেড়েছে ২৮৬৫ কোটি টাকা

বাজার মূলধন বেড়েছে ২৮৬৫ কোটি টাকা

বাংলাদেশের শেয়ারবাজারে গত সপ্তাহে অধিকাংশ সময় সূচকের উত্থানের ধারা অব্যাহত ছিল। এ সময় বাজারে লেনদেন ও সূচক বেড়েছে। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৬৫ কোটি ৯০ লাখ টাকা। গতকাল শনিবার সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৪ হাজার ৬৯২ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৮৪১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার ১৪৯ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকা। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আলোচ্য সময়ে লেনদেন বেড়েছে ১ হাজার ৭২৯ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকা। ডিএসইতে গেল সপ্তাহে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৪টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ২০৭টির। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে, ডিএসইএস শরিয়া সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত