ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পতন থেকে পুঁজিবাজারের রক্ষা

পতন থেকে পুঁজিবাজারের রক্ষা

সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রোববার সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও শেষ হয়েছে পতনের মধ্য দিয়ে। শেয়ার বিক্রির চাপে গতকাল বিমা খাতের শেয়ার বাদে সব খাতের শেয়ারের দাম কমেছে। এ কারণে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ও লেনদেন কমেছে। গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২১ পয়েন্ট। ফলে বৃহস্পতিবার সূচক সামান্য বৃদ্ধির পর গতকাল রোববার ডিএসইতে সূচক কমল। তবে সিএসইতে সূচক কমল টানা তিন দিন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ বিমা খাতের শেয়ার চমক দেখিয়েছে। এই খাতের চমকে সূচকের ইতিবাচক প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ডিএসইতে। এদিন উভয় বাজারে বিমা খাতের তালিকাভুক্ত ৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির। বিপরীতে দাম কমেছে ১৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩টি বিমা কোম্পানির শেয়ার। ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারটিতে ৩৬৪টি প্রতিষ্ঠানের ১২ কোটি ১৭ লাখ ৪০ হাজার ৮১৭টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এই কেনাবেচা থেকে আজ মোট লেনদেন হয়েছে ৬৯২ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার টাকা শেয়ার ও ইউনিটের। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৯৬ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার টাকা শেয়ার ও ইউনিটের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত