ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘পথিকৃৎ উদ্যোক্তাদের জীবনসংগ্রাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘পথিকৃৎ উদ্যোক্তাদের জীবনসংগ্রাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

দেশের শিল্পখাতের বরেণ্য ১২জন শিল্প উদ্যোক্তাকে নিয়ে ড. মো. সবুর খান সম্পাদিত ‘পথিকৃৎ উদ্যোক্তাদের জীবনসংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব গতকাল সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটির ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘উদ্যোক্তা উন্নয়নবিষয়ক ডিআইইউ ইন্ডাস্ট্রি-একাডেমিয়া বক্তৃতা মালার’ সংকলিত গ্রন্থ এই ‘পথিকৃৎ উদ্যোক্তাদের জীবনসংগ্রাম’। ২০১৬ সালের ৩০ মার্চ পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফী মো. মিজানুর রহমানকে দিয়ে এ বক্তৃতা মালা শুরু হয়েছিল। সিদ্ধান্ত ছিল এই ১২ জন সফল উদ্যোক্তার বক্তৃতাগুলো নিয়ে পরবর্তিতে একটি গ্রন্থ প্রকাশিত হবে, সে প্রতিশ্রুতির অংশ হিসবে গতকাল এ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হল। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। সম্মানিত আলোচক হিসেবে অংশগ্রহণ করেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান আনিস উদ দৌলা ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটির চেয়ারম্যান ও ‘পথিকৃৎ উদ্যোক্তাদের জীবনসংগ্রাম’ গ্রন্থেও সম্পাদক ড. মো. সবুর খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ট্রান্সকম লিমিটেডের গ্রুপ সিইও সিমিন রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানওয়ার হোসেন, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, দেশ গ্রুপের চেয়ারম্যান রোকেয়া কাদের, এডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গীতিয়ারা সাফিয়া চৌধুরী, রহিম আফরোজ গ্রুপের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম, এসিআই ইনফিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস, ইস্পাহানি গ্রুপের পরিচালক মীর্জা আহমেদ ইস্পাহানি ও একে খান গ্রুপের উপদেষ্টা ড. আবদুল মজিদ। অনুষ্ঠানে সভাতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। স্বাগত বক্তব্য দেন ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের পরিচালক আবু তাহের খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাহসিনা ইয়াছমিন ও সামিহা থান। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন সিপিডি এর সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এসিআই লিমিটেডের প্রতিষ্ঠাতা আনিস উদ দৌলা, টান্সকম লিমিটেডের গ্রুপ সিইও সিমিন রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

গ্রন্থে স্থান পাওয়া শিল্প পরিবারগুলো হলো- ইস্পাহানি গ্রুপ, একে খান গ্রুপ, রহিম আফরোজ গ্রুপ, স্কয়ার গ্রুপ, আকিজ গ্রুপ, দেশ গ্রুপ, আবদুল মোনেম গ্রুপ, এসিআই লিমিটেড, প্রাণ-আরএফএল গ্রুপ, আনোয়ার গ্রুপ, এপেক্স গ্রুপ ও ট্রান্সকম গ্রুপ। অনুষ্ঠানে ওই ১২ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা জীবিত সদস্যরা অংশগ্রহণ করেন। আর যারা বেঁচে নেই তাদের প্রতিষ্ঠানের বর্তমান কর্ণধাররা অংশগ্রহণ করেন। এতে জানানো হয়, উল্লিখিত ১২জন উদ্যোক্তার উপর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে ১২টি প্রামাণ্যচিত্রও নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত