অলিম্পিয়া বেকারিকে জরিমানা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

পাউরুটির গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ ঠিক নেই। আবার পণ্যের গায়ে উল্লেখ নেই সঠিক ওজন। এসব অপরাধে অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি লিমিটেডকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

এতে বলা হয়, ২৪ জানুয়ারি রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, তাদের পাউরুটির গায়ে মোড়কজাতকরণ সনদ অনুযায়ী মেয়াদোত্তীর্ণের তারিখ, বাজারজাতের তারিখ উল্লেখ নেই। একই সঙ্গে সঠিক ওজন উল্লেখ নেই। এ অপরাধে মিরপুরের সেকশন-২ এ অলিম্পিয়া বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।