ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

করপোরেট সংবাদ

‘আস্থা লাইফস্টাইল’ চালু করেছে ব্র্যাক ব্যাংক

‘আস্থা লাইফস্টাইল’ চালু করেছে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিং সুপার অ্যাপ ‘আস্থা লাইফস্টাইল’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। ই নতুন ফিচারের মাধ্যমে, ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা অল রাউন্ডার আস্থা অ্যাপের মাধ্যমে লাইফস্টাইল সল্যুশন সুবিধা পাবেন। গতকাল ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে ‘আস্থা প্লে’র উদ্বোধন করেন স্টেলার ডিজিটাল লিমিটেড এর সিওও ফায়াজ তাহের; রবি আজিয়াটা’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল এবং ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন। ‘আস্থা মিউজিক’র উদ্বোধন করেন স্বাধীন মিউজিকের সিইও সাবিরুল হক এবং গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ। ‘আস্থা লার্নিং’র উদ্বোধন করেন শিখো টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সিইও শাহির চৌধুরী এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন। ‘আস্থা ট্র্যাভেল’র উদ্বোধন করেন গোযায়ান এর সিইও রিদওয়ান হাফিজ, চরকির সিইও রেদোয়ান রনি এবং ব্র্যাক ব্যাংকের হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক। ‘আস্থা ইসলামিক’র উদ্বোধন করেন প্রেসিডেন্ট অব গাক মিডিয়া ওয়াহিদ রহমান; বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ; এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এফএভিপি, ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস অব সুলতান মাহমুদ সরকার। অনুষ্ঠানে এই অনন্য সেবা চালু করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আরএফ হোসেন, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের সিইও এরিক আস, দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম, বিকাশ লিমিটেডের সিইও কামাল কাদীর, রবি আজিয়াটার চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল এবং ফেইসবুক অ্যান্ড গুগল টেকনোলজি এক্সপার্ট আনন্দ তিলক। আলোচনাটি পরিচালনা করেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস মো. রাশেদুল হাসান স্ট্যালিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত