ঢাকা ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পতনে শেয়ার বাজার

পতনে শেয়ার বাজার

টানা দরপতনের মধ্যে পড়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। এর মাধ্যমে সপ্তাহের প্রথম তিন কার্যদিবসেই দরপতন দেখতে হলো বিনিয়োগকারীদের। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, তার থেকে বেশি কমেছে। সেই সঙ্গে এ বাজারটিতে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ৭ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেয়া এ ঊর্ধ্বমূখী প্রবণতা বেশি সময় স্থায়ী হয়নি। লেনদেনের সময় ১০ মিনিট হওয়ার আগেই সূচক ঋণাত্মক হয়ে পড়ে। এরপর সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সাড়ে ১০টার পর থেকে টানা নিচের দিকে নামে সূচক। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বড় হতে থাকে দরপতনের তালিকা। সেই সঙ্গে বড় হয় সূচকের পতন প্রবণতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত