আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বন্ড ইস্যুর নির্দেশ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

দেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তঃব্যাংক লেনদেন পরিহার করে বন্ড ইস্যুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ না করে আন্তঃব্যাংক লেনদেনসহ বিভিন্ন স্বল্পমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করে লিজ অর্থায়নের মতো দীর্ঘমেয়াদি বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে।