এসআইবিএলের চেয়ারম্যান ও এএমডির পদত্যাগ প্রসঙ্গে

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

সোশ্যাল ইসলামী ব্যাংকের পদত্যাগী চেয়ারম্যান মো. মাহবুব উল আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়ার পদত্যাগ প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাদের পদত্যাগের বিষয়টি একান্তই তাদের ব্যক্তিগত ও নিজস্ব। মো. মাহবুব উল আলম পদত্যাগপত্রে তার পারিবারিক সমস্যা ও পরিবারের সদস্যদের বিদেশে অবস্থানের বিষয়টি উল্লেখ করে শারীরিক ও মানসিক বিপর্যস্ততার কথা বলে পরিচালনা পর্ষদের কাছে অব্যাহতি চেয়েছেন। পদত্যাগপত্রে পরিবারে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, প্রবাসে বসবাসরত এক মেয়ের সংসার ভেঙে যায়। তাদের ২ বছরের একটি বাচ্চাও আছে। পুরো বিষয়টি পরিবারকে বিপর্যস্ত করে তুলেছে । ফলে শারীরিক ও মানসিকভাবে তিনি দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছেন। তিনি দুবার কোভিড আক্রান্ত হওয়ায় শারীরিকভাবে নানা সমস্যা দেখা দেয়ার কথাও বলেন । ব্যাংকের এএমডি আবু রেজা মো. ইয়াহিয়ার নিয়োগটি ছিল চুক্তিভিত্তিক। তিনি কোভিডে আক্রান্ত ও পরবর্তীতে শারীরিক ও মানসিক জটিলতা সৃষ্টি হওয়ায় তিনি চুক্তিভিত্তিক চাকরি হতে ২৮ জানুয়ারি অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তাদের উভয়ের আবেদন গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৯২তম সভায় যথানিয়মে গৃহীত হয়। সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।