অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি হচ্ছে ‘রন্ধন’ সয়াবিন তেল

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যবহার করছে মান চিহ্নি। নেই মোড়কজাত ও ওজন যন্ত্রের নিবন্ধন সনদ। তারপরও অবৈধভাবে ‘রন্ধন’ ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি এবং বাজারজাত করে আসছে। এ অপরাধে হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।